অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম: গতকাল, বৃহস্পতিবার নবান্ন অভিযানে যাওয়া বামফ্রন্টের যুব ছাত্র সংগঠনের ওপর পুলিশের অত্যাচারের প্রতিবাদে শুক্রবার রাজ্য জুড়ে ১২ ঘণ্টার বনধের ডাক দেয় বামফ্রন্ট নেতৃত্ব। সেই বনধের মিশ্র প্রভাব দেখা গেল ঝাড়গাম জেলা জুড়ে, অন্যদিনের মতো ঝাড়গ্রাম সবজি বাজার স্বাভাবিক, কিন্তু ঝাড়গ্রাম জেলায় সকালে থেকে এদিন কোনও বেসরকারি বাস চোখে পড়েনি। কেবল দু-একটি সরকারি বাস চলছে। ফলে যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। জেলা শহরের কেবলমাত্র ওষুধের দোকান ছাড়া প্রত্যেকটি দোকান বন্ধ। ঝাড়গাম জেলা জুড়ে সকালবেলায় বনধ সমর্থনকারীরা বনধের সমর্থনে একটি মিছিল করে। বিনপুরেও এদিন দোকানপাট বন্ধ থাকতে দেখা যায়।

অপরদিকে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে বামেদের ডাকা বনধের তেমন কোনও প্রভাব চোখে পড়েনি। দোকানপাট থেকে শুরু করে সবজি বাজার সবই স্বাভাবিক। ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া, খালশিউলি বাজার প্রত্যেক জায়গাতেই ছিল মানুষের ভিড়, বনধের কোনও প্রভাব এখানে লক্ষ্য করা যায়নি।

এক সমর্থনকারী বলেন, “ঝাড়গ্রাম জেলা জুড়ে বনধের সর্বাত্মক প্রভাব পড়েছে। আমাদের এই বনধকে মানুষ মেনে নিয়েছে। গতকাল ছাত্রদের উপর পুলিশের এই অত্যাচার আমরা কখনোই মেনে নিতে পারি না, তাই আমরা আজ ১২ঘন্টার বনধ ডেকেছি এবং তার প্রভাব ভালোভাবে জেলা জুড়ে পড়েছে।”