নিউজপিডিয়া ডেস্ক: দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকায় নিজেদের জায়গা ধরে রাখল আইআইটি। প্রথম দশের মধ্যে ৭টিতেই রয়েছে আইআইটি। তার মধ্যে আইআইটি খড়্গপুর রয়েছে পঞ্চম স্থানে। বৃহস্পতিবার ২০২০র ‘ন্যাশনাল ইন্ডিয়ান র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক’ প্রকাশ করেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল ‘নিশাঙ্ক’।
দেশ সেরা প্রতিষ্ঠানের তকমা পেয়েছে আইআইটি মাদ্রাজ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরু রয়েছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থান পেয়েছে আইআইটি, দিল্লী। আইআইটি বোম্বে চতুর্থ স্থানে রয়েছে। আর বাংলার আইআইটি খড়্গপুর পঞ্চম স্থানে জায়গা করেছে।
তবে আইআইটি খড়্গপুর র্যাঙ্কিংয়ে গত বছরের তুলনায় একধাপ নেমেছে। সপ্তম স্থানে রয়েছে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, নবম স্থানে আছে আইআইটি রুরকি। দশম স্থানে জায়গা পেয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়।
ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলির তালিকায় আধিপত্য রয়েছে আইআইটির। প্রথম দশের মধ্যে ৯টিতেই স্থান করে নিয়েছে আইআইটি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি তিরুচিরাপল্লী কেবল নবম স্থানে রয়েছে। পঞ্চম স্থানে রয়েছে আইআইটি খড়্গপুর। ১৭ তম স্থান দখল করেছে বঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়। যদিও গতবার ১৪ তম স্থানে ছিল।
অপরদিকে ম্যানেজমেন্টে প্রথম স্থান দখল করেছে আইআইএম আমেদাবাদ। গত বছর সেই স্থানে ছিল আইআইএম বেঙ্গালুরু। এবার তারা দ্বিতীয় স্থান পেয়েছে। তবে আইআইএম কলকাতার কোনও পরিবর্তন হয়নি। গতবারের মতোই ৩ নম্বরে রয়েছে কলকাতার আইআইএম।
এদিকে গতবারের মতো স্থাপত্য বিদ্যায় নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে আইআইটি খড়্গপুর।