নিজস্ব প্রতিনিধি, রাজগঞ্জ: আগামী ৭ মার্চ ব্রিগেডের সভা সফল করার লক্ষ্যে রাজগঞ্জে জনসভা বিজেপির।বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার রাজগঞ্জ উত্তর মন্ডলের পক্ষ থেকে রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত পানকৌড়ি গ্রাম পঞ্চায়েতের ন্যাংটাগছে এই সভার আয়োজন করা হয়।

সভায় জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় বলেন, আগামী ৭ মার্চ বিজেপির ব্রিগেডের সভা সফল করার জন্য যুব মোর্চার ডাকে রাজগঞ্জে এই সভা করা হল। এদিনের সভায় রাজ্য সরকারের ব্যার্থতা ও মোদি সরকারের সাফল্যের কথা তুলে ধরা হয়।
এদিন উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলার সহ সভাপতি দিলীপ চৌধুরী, জেলার যুব সাধারণ সম্পাদক শংকর দাস, রাজগঞ্জ দক্ষিণ মন্ডল সভাপতি বিধান ঝাঁ, রাজগঞ্জ উত্তর মন্ডলের যুব সভাপতি সিদ্ধার্থ পণ্ডিত সহ অন্যান্যরা।