বিষ্ণুপদ রায়, হলদিবাড়ি: কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকের বিজেপির উত্তর মন্ডলের সভাপতি অরুণ রায়ের নেতৃত্বে লাদাখের গালওয়ান সীমান্তে শহিদ বীর সেনাদের শ্রদ্ধা জানানো হল। বুধবার সকাল ৯ টা নাগাদ ভোলার হাটে তাঁরা চিনা সামগ্রী বয়কট করার দাবি তুলেন। এমনকি চীনের প্রেসিডেন্ট শী জিং পিং-এর কুশ পুতুলও দাহ করা হয়। উপস্থিত ছিলেন হলদিবাড়ি ব্লকের বিজেপির উত্তর মন্ডলের অরুণ রায়, কাত্তিক চন্দ্র রায়, মন্টু রায়, শুকলাল মন্ডল এবং প্রতিটি বুথের বুথ সভাপতি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।