নিউজপিডিয়া ডেস্ক : সোমবার কোচবিহারে বিজেপির যুব মোর্চার নেতা শৈলেন্দ্রপ্রসাদ সাউ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তিনি বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতিও ছিলেন। এদিন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি পার্থ প্রতিম রায়ের হাত থেকে তিনি দলীয় পতাকা গ্রহণ করলেন। এদিনের অনুষ্ঠানে অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন, কোচবিহার পুরসভার প্রশাসক ভূষণ সিং, বিধায়ক মিহির গোস্বামী প্রমুখ উপস্থিত ছিলেন।
পার্থবাবুর দাবি, এদিন ৫০০ জনেরও বেশি বিরোধী দলের কর্মী সমর্থক তৃণমূলে যোগ দেন।