সোমনাথ দত্ত, মালবাজার: দীর্ঘ আট মাস আটকে থাকবার পরে মেটেলী ব্লকের প্রশাসনের উদ্যোগে ভিনরাজ্যের শতাধিক যাযাবরের দলকে দিল্লি পাঠানো হলো শনিবার। সংখ্যায় ১০১ জন যাযাবরদের দলে পাঁচ বছরের নিচে সদস্য ছিলো ১৭ জন। শনিবার এদের সিকিম মহানন্দা লিংক এক্সপ্রেস ট্রেনে নিউমাল জংশন স্টেশন থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা করানো হয়। এই দলটিকে আজ নিউমাল স্টেশনে মেটেলী ব্লক প্রশাসনের আধিকারিকরা গাড়িতে করে নিয়ে আসেন। এদের যাতায়াতের ভাড়া বাবদ প্রায় ৩৩ হাজার টাকার খরচ বহন করেছেন মেটেলী ব্লকের কর্মচারী সহ গ্রাম পঞ্চায়েতের কিছু কর্মচারী।
মেটেলী হাট গ্রাম পঞ্চায়েত এর আধিকারিক অরিন্দম চক্রবর্তী জানান, এই যাযাবদের দলটি গতবছর অক্টোবর মাসে চালসা স্টেশনে নেমে স্টেশন সংলগ্ন ফাঁকা জমিতে তাবু খটিয়ে থাকতে আরম্ভ করে। গত মার্চ মাসে লক ডাউন হওয়ায় এদের নিয়ে ব্লক প্রশাসন চিন্তায় পড়ে যায়। মানুষের মনে নিরাপত্তা দিতে এদেরকে শেষ পর্যন্ত মেটেলী রাষ্ট্রভাষা স্কুলে রাখা হয়। সেই সময় থেকে তাদের খাওয়া খরচ থেকে শুরু করে সমস্ত কিছুর বন্দোবস্ত ব্লক প্রশাসনের উদ্যোগে করা হয়। আজ তাদের নিউমাল স্টেশনে নিয়ে এসে থার্মাল স্ক্রিনিং করে প্লাটফর্ম ঢোকানো হয় এবং ট্রেন এলে তাদের ট্রেনে তুলে দেয়া হয়। দীর্ঘদিন বাদে দেশে ফিরতে পেরে যাযাবর দলের সকল সদস্যই খুশি।