নিজস্ব সংবাদদাতা: বড়দিঘী চা বাগান সংলগ্ন নেওড়া নদী থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হল। মঙ্গলবার সকালে মেটেলী ব্লকের নেওড়া নদীতে ওই ব্যক্তির দেহটি দেখতে পান স্থানীয়রা। তারাই নিজ উদ্যোগে দেহটি উদ্ধার করে খবর দেন মেটেলী থানায়। ঘটনাস্থলে এসে পুলিশ দেহটিকে উদ্ধার করে। জানা যায়, দেহটিকে জলপাইগুড়ি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম সোহান মাংকি মুন্ডা। বড়দিঘী বাগানের রাঙামাটি এলাকায় ওই ব্যক্তির বাড়ি। তবে, ওই ব্যক্তি প্রায় ৪ বছর ধরে বিধাননগর গ্রাম পঞ্চায়েতের বার্মাবাড়িতে থাকতেন। মাঝে মধ্যেই নিজ এলাকায় গিয়েও বেশ কয়েকদিন থাকতেন।