নিউজপিডিয়া ডেস্ক: সোমবার সকাল নাগাদ মন্দারমণির সৈকতে বিশাল তিমির দেহ মিলেছে। ঘটনাটি জানাজানি হতেই তিমির দেহ দেখতে সৈকতে উপচে পড়ে ভিড়। এযাবৎ এমন আকৃতির তিমির দেহ মন্দারমণির সৈকতে দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে তিমিটির মৃত্যু নিশ্চিত করতে ময়নাতদন্তের কথা জানিয়েছেন বন দফতরের আধিকারিকরা।
সোমবার সকালে স্থানীয়রা মন্দারমণির সৈকতে একটি বিশাল আকৃতির তিমির দেহ প্রত্যক্ষ করেন। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে এলাকায়। ফলে স্থানীয়রা সেটিকে দেখতে ভিড় জমাতে থাকে। তিমিটির দেহ ৩৬ ফুট লম্বা ও ১০ ফুট চওড়া বলে জানা গিয়েছে। খবর পেয়েই বনদফতরের কর্মী ও পুলিশকর্মীরা সেখানে উপস্থিত হন।
প্রাথমিকভাবে বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, তিমিটি অল্প বয়সী। গভীর সমুদ্রে কোনও জনযানে ধাক্কার কারণে সেটির মৃত্যু হতে পারে। তারপরেই দেহটি ভেসে পাড়ে আছড়ে পড়ে।
বিশালাকার তিমিটির ওজন বেশ কয়েক টন হতে পারে বলে অনুমান করা হচ্ছে। যার কারণে সেটিকে সরানো সম্ভব হয়ে ওঠেনি। সেই জন্য ঘটনাস্থলেই তিমির দেহের ময়নাতদন্ত করবেন বিশেষজ্ঞরা। বন দফতর জানিয়েছে, ময়নাতদন্ত সম্পন্ন হয়ে গেলে দেহটি সৈকতেই সমাধিস্থ করা হবে।