সোমনাথ দত্ত, মালবাজার: নাগরাকাটা ব্লকের হিলা চা বাগান এলাকা থেকে উদ্ধার হলো রবিবার রাতে মৃত্যু হওয়া এক পূর্ণবয়স্ক পুরুষ হাতির। স্থানীয় সূত্রে জানা যায়, এই এলাকায় মাঝে মধ্যেই হাতির উপদ্রব হয়। সোমবার সকালে চা বাগানে কাজে যাবার সময় বাগানের জমিতে হাতিটিকে মৃত অবস্থায় পরে থাকতে দেখেন বাগানের শ্রমিকরা। পরে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে আসেন।
বনদপ্তরের খুনিয়া শাখার রেঞ্জার রাজকুমার লায়েক ঘটনা প্রসঙ্গে বলেন, হাতিটির মৃত্যুর কারণ সঠিক বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের পরেই সঠিক কারণ জানা যাবে। তবে স্থানীয় শ্রমিকদের অনুমান, বজ্রপাতের কারণে হাতিটির মৃত্যু হয়েছে। গতকাল রাতে ওই এলাকায় প্রবল বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হয়। সম্ভবত সেই কারণেই হাতিটির মৃত্যু হয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগেই এই ব্লকের বামন ডাঙ্গা চা বাগানে বিদ্যুতস্পৃষ্ট হয়ে একটি পুরুষ হাতির মৃত্যু ঘটে।