সোমনাথ দত্ত, মালবাজার: করোনায় মৃত ব্যক্তির দেহ সৎকার করলো রেড ভলান্টিয়ারের মেটেলি শাখার সদস্যবৃন্দ। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার মেটেলি ব্লকের চালসা চা বাগানে। প্রসঙ্গত জানা গেছে সোমবার সন্ধ্যায় চালসা চা বাগান ডারা লাইন থেকে মেটেলির রেড ভলেন্টিয়ার্স মলয় চৌধুরীর কাছে খবর আসে একজন কোভিড পজিটিভ হওয়া এক ব্যাক্তির নিজের বাড়িতেই মৃত্যু হয়েছে। কিন্তু মৃত ব্যাক্তির দেহ সৎকারে কেউ এগিয়ে না আসায় পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়েন।
স্থানীয় প্রশাসন এবং পঞ্চায়েত সদস্যরা অবশ্য খবর পেয়েই বাগানে যান। খবর পেয়েই মেটেলি বাজারের রেড ভলেন্টিয়ারদের টিম সেখানে পৌঁছে যায় যাবতীয় সরঞ্জাম নিয়ে। রেড ভলেন্টিয়ার্স দের একটি শববাহি গাড়ি নিয়ে এসে সন্ধ্যায় ৫জন রেড ভলেন্টিয়ার পি পি ই কীট পড়ে শবদেহ প্যাকেট করে দাহ করতে নিয়ে যায়। স্থানীয় কবর খোলায় নিয়ে গিয়ে কবর দেওয়া হয় মৃত ব্যাক্তির দেহটিকে। এই পরিস্থিতিতে রেড ভলেন্টিয়ার্স সদস্যদের এই ভাবে এগিয়ে আসতে দেখে এলাকার মানুষ ভীষণ খুশি। প্রশাসনের তরফে রেড ভলেন্টিয়ার সদস্যদের অবশ্য পি পি ই কীট প্রদান করা হয়।