নিউজপিডিয়া ডেস্ক: মদ্যপ অবস্থায় মাকে ধর্ষণ করলো ২০ বছরের যুবক। ঘটনাটি কোনো ভিন রাজ্যের নয়, পশ্চিমবঙ্গের বালুরঘাটের ঘটনা। রবিবার রাতে ওই যুবক মদ্যপ অবস্থায় বাড়িতে ফেরেন। ঘরে ওই যুবকের মা একাই ছিলেন। হঠাৎই নিজের মার উপর ঝাঁপিয়ে পড়েন ওই যুবক।
ছেলের হাতেই মা ধর্ষিতা হন বলে অভিযোগ। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় ওই যুবককে আটক করা হয়। ঘটনাস্থলে এসে পুলিশ গ্রেপ্তার করে ওই যুবককে। আদালত ওই যুবককে ১৪ দিনের পুলিশি হেফাজতে রাখবার নির্দেশ দিয়েছেন।
জানা যায়, ওই যুবকের নাম রাহুল রায়। বালুরঘাট শহরের বাঁধবঙ্গি এলাকায় ওই যুবকের বাড়ি। ওই যুবক পেশায় টোটোচালক। এমন ধরনের অপ্রীতিকর ঘটনায় শোকাহত এলাকার স্থানীয় বাসিন্দারা।