কলকাতা, ২০ আগস্ট: তৃণমূলের নবগঠিত রাজ্য কমিটির সদস্য ছত্রধর মাহাতোর বিরুদ্ধে এনআইএ তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ছত্রধর মাহাতো ২০০৯ সালে সিপিএম নেতা প্রবীর মাহাতো-কে খুন করে বলে অভিযোগ উঠে। সেইসঙ্গে তার বিরুদ্ধে রাজধানী এক্সপ্রেস পণবন্দী মামলাও করা হয়।
সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার তৃণমূলের এই নেতার বিরুদ্ধে এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হলো।
তবে, জাতীয় তদন্তকারী সংস্থার হাতে তদন্ত তুলে দেওয়ার বিরোধীতাকে মান্যতা দেন বিচারপতি দেবাংশু বসাক। জানা যায়, ছত্রধর মাহাতো-কে ছ-সপ্তাহের হলফনামা দেওয়ার কথা বলা হয়েছে। দ্রুত তদন্ত শেষ করতে চায় বলে জানিয়েছে এইআইএ তদন্ত সংস্থা।