
দ্য থার্ড আই ডেস্ক: করোনা মোকাবিলায় দেশ জুড়ে জারি হয়েছে লকডাউন। মানুষ আটকে পড়েছে বিভিন্ন রাজ্যে। পরিবারে ফেরার চাপা বাসনা তাদের ছিলই। এবার সেই প্রত্যাশা পূরণ হতে চলেছে, অবশ্যই শর্তসাপেক্ষে। এক নির্দেশিকায় বলা হয়েছে, শ্রমিকদের বাড়ি পাঠানোর আগে স্বাস্থ্য পরীক্ষা করে যাদের শরীরে করোনার চিহ্ন নেই, তারাই অনুমতি পাবে। তবে বাড়ি ফেরার পর তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। ফিরতে পারবেন শুধু বাসে করে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে। স্বরাষ্ট্রমন্ত্রক সব রাজ্যদের এমন বাস না আটকানোর নির্দেশ দিয়েছে। শ্রমিকরা যে শর্ত মেনে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার অনুমতি কেন্দ্রের আছেন ও যে রাজ্যে তারা যাবেন, উভয় রাজ্যই সম্মত হলে সেই শ্রমিকরা বাড়ি ফিরতে পারবেন। রাজ্যগুলির ট্রেন চালাবার দাবি খারিজ করে দিয়েছে কেন্দ্র।
প্রত্যেক রাজ্যকে নোডাল অথরিটি তৈরীর নির্দেশ দেওয়া হয়েছে। যারা শ্রমিকদের ঘরে ফেরার নিয়মাবলী বানাবে। সেই সঙ্গে প্রতিটি রাজ্যে লকডাউনে আটকে থাকা শ্রমিকদের তালিকাও বানাবে।
শ্রমিকদের আদানপ্রদানে রাজ্যগুলো সম্মত থাকলেও কেন্দ্রের কোনও নির্দেশিকা না থাকায় সম্ভব হয়নি। বহু জায়গায় শ্রমিকরা অত্যন্ত অধৈর্য্য হয়ে পড়েছেন, আবার বাড়ি যাওয়ারও উপায় ছিল না। এবার সবাই নিজ নিজ বাড়ি ফিরতে পারবেন।