
দ্য থার্ড আই ডেস্ক : করোনা মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি একটি অ্যাপ নিয়ে আসে কেন্দ্র সরকার। ইতিমধ্যেই সেই অ্যাপের অনেক ডাউনলোড শুরু হয়েছে। কম সময়ে সর্বাধিক ডাউনলোডের স্বীকৃতিও মিলেছে। ‘আরোগ্য সেতু’ নামের ওই অ্যাপটি এবার সব কেন্দ্রীয় সরকারি কর্মীদের মোবাইল ফোনে ডাউনলোড করার নির্দেশ দেওয়া হল। শুধু সরাসরি সরকারি কর্মীরাই নন, আউটসোর্স কর্মীদের মোবাইলেও এই অ্যাপ থাকা বাধ্যতামূলক করল কেন্দ্র।
করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে মানুষকে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে কেন্দ্রীয় সরকার কিছু দিন আগেই ‘আরোগ্য সেতু’ অ্যাপটি নিয়ে আসে। সেই অ্যাপ স্মার্টফোনের লোকেশন ও ব্লু টুথের সাহায্যে জানিয়ে দেবে, কাছাকাছি কোনও কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি আছেন কিনা।
এদিন কেন্দ্রের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখনই নিজেদের মোবাইল ফোনে প্রত্যেক অফিসার ও কর্মীকে ‘আরোগ্য সেতু’ অ্যাপটি ডাউনলোড করতে হবে। অফিস যাওয়ার পূর্বে মোবাইল ফোনে ওই অ্যাপে দেখে নিতে হবে তাঁদের স্ট্যাটাস। ওই অ্যাপই জানিয়ে দেবে অফিসে যোগ দেওয়া যাবে কিনা।
বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে, কোনও কর্মী বা অফিসার যদি ওই অ্যাপে ‘মডারেট’ বা ‘হাই রিস্ক’ স্ট্যাটাস দেখেন তবে অফিসে যাওয়ার প্রয়োজন নেই। সেক্ষেত্রে তাঁদের ১৪ দিনের সেল্ফ আইসোলেশনে থাকতে হবে। যখন অ্যাপটি ‘সেফ’ অথবা ‘লো রিস্ক’ স্ট্যাটাস দেখাবে তখনই কর্মীগণ অফিসে যোগ দিতে পারবেন।
দেশের সব মানুষ অ্যাপটি ব্যবহার করেন তার জন্যও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিকবার আবেদন করেছেন।