
দি থার্ড আই ডেস্ক : শুক্রবার সকালে মহারাষ্ট্রে রেল দুর্ঘটনায় যে ১৫ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে, এবার সেই শ্রমিকদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।
ঘটনার পর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, “রাজ্যের যে প্রবাসী শ্রমিকদের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাদের পরিবারকে সরকারের পক্ষ থেকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ পাশাপাশি আহতদের চিকিৎসা করানোর জন্যেও সরকারী সাহায্য প্রদান করা হবে৷”
মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আরও বলেছেন যে সরকার তাদের পাশে রয়েছে ৷ টুইট করে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, রেলমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে এবং ঘটনার তদন্তের দাবি জানানো হয়েছে।
প্রসঙ্গত, মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশের বাড়িতে হেঁটে ফেরার চেষ্টা করেছিলেন পরিযায়ী শ্রমিকদের একটি দল। দীর্ঘ পথ হাঁটার পর ক্লান্তিতে রেলট্র্যাকের উপরে ঘুমিয়ে পড়েছিলেন তাঁরা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে শুক্রবার ভোর ৫.১৫ তে বদনাপুর ও কর্মাদ স্টেশনের মাঝে ঘটে যায় দুর্ঘটনা। ঘটনাস্থলে মৃত্যু হয় ১৫ জনের। ঘটনার খবর পেয়ে সেখানে যান রেল আধিকারিকরা।