কলকাতা, ২৯ জুন: করোনার শুরুর দিন থেকে লড়াই করে চলেছে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা। জীবনের পরোয়া না করে অবিরত দিয়েছেন স্বাস্থ্য পরিষেবা। তাই এই করোনা যোদ্ধাদের সম্মানে আগামী ১লা জুলাই ডক্টর’স ডে উপলক্ষে সমগ্র রাজ্যে সাধারণ ছুটি ঘোষনা করলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নবান্নে সাংবাদিক সম্মেলনে এমনটাই ঘোষনা করলেন তিনি।
১লা জুলাই ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মদিন, সেই সাথে মৃত্যুদিনও। তাঁর সম্মান্নার্থে প্রতিবছর ডক্টর ডে হিসেবে পালিত হয়। আর এই দিনেই করোনা যোদ্ধাদের সম্মান জানানোর জন্য বেছে নিলেন মুখ্যমন্ত্রী।
এদিন সাংবাদিক সম্মেলনের শুরুতেই তিনি বলেন, “যারা সরাসরি চিকিৎসা পরিষেবা বা অন্যান্য পরিষেবায় যুক্ত তাদের সবসময় সাপোর্ট দিচ্ছে তাদের পরিবার। আড়ালে থেকেই সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলে ফ্রন্টলাইন ওয়ারিয়াররা এতো ভালভাবে কাজ করে চলেছে। এদের সকলকে আমাদের তরফে শ্রদ্ধা ও সম্মান। আমরা স্থির করেছি, সকলের জন্য ১লা জুলাই রাজ্যে ছুটি। এই ছুটির মাধ্যমে আমরা তাঁদের এতদিনের কাজ কে সম্মান জানাতে চাই।”