বিশেষ প্রতিনিধি, কলকাতা: করোনা চিকিৎসায় সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন স্বাস্থ্যকর্মী। তারপরেই রয়েছেন প্রশাসনের কর্মীগণ যারা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে করোনার বিরুদ্ধে যুদ্ধকালীন তৎপরতায় লড়াই চালিয়ে যাচ্ছেন। তাই তাঁদের সম্মানার্থে করোনা রোগীদের সেবা করতে গিয়ে মৃত সরকারি কর্মী, স্বাস্থ্যকর্মী বা চিকিৎসকদের মৃত্যু হলে তাঁদের পরিবারের ১ জনকে চাকরি দেবে পশ্চিমবঙ্গ সরকার। নবান্ন থেকে বুধবার এই ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী বলেন, করোনা যোদ্ধাদের প্রতি সম্মান জানাতে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের ১ জনকে চাকরি দেবে সরকার। এমন সিদ্ধান্ত মন্ত্রিসভায় বুধবার গৃহীত হয়েছে। চাকরির রূপরেখা ঠিক করতে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও অর্থসচিবের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী এদিন একটি পরিসংখ্যান তুলে ধরেন। তাতে বাংলায় করোনার বিরুদ্ধে লড়াইয়ে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪১৫ জন। আক্রান্তদের মধ্যে রয়েছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মী ও প্রশাসনিক কর্মী ও আধিকারিকরা। তার মধ্যে ১২ জনের মৃত্যুর কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী, বাকিরা সুস্থ হয়েছেন।
মৃতের পরিবারকে এককালীন ১০ লক্ষ টাকা অনুদান ও আক্রান্তদের ১ লক্ষ টাকা রাজ্য অনুদান দিচ্ছে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ইতিমধ্যে ২৮৪ জন আক্রান্ত করোনাযোদ্ধা এই অনুদানের টাকা পেয়েছেন। ১৯৯ জন সেই টাকা দ্রুত পেয়ে যাবেন। যার জন্য সরকারের ৫.২৩ কোটি টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন তিনি।