নিউজপিডিয়া ডেস্ক: বাঙালীর অন্যতম বৃহৎ ধর্মীয় ও সামাজিক উৎসব ঈদ উপলক্ষে তিনদিন ছুটির দাবি নিয়ে মাননীয়া মুখ্যমন্ত্রী ও সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী মহঃ গোলাম রাব্বানীর কাছে চিঠি দিল ভূমিপুত্র উন্নয়ন মোর্চা অফ ইণ্ডিয়া (BHUMI)। বাংলার ভূমি সন্তানদের এই দাবি অনেক পুরনো। বিশেষ করে উত্তরবঙ্গ ও কলকাতা থেকে দূরবর্তী স্থানের ভূমি সন্তানদের একদিন ঈদের ছুটিতে ঠিকঠাকভাবে ঈদ পালন করা যায় না।
ভূমির তরফে ভূমিযোদ্ধা শেখ আবদুল মুরাদ জানান যে ” আমরা অত্যন্ত বিনয়ের সাথে বাঙালীর অন্যতম বৃহৎ ধর্মীয় ও সামাজিক উৎসব ঈদ উপলক্ষে রাজ্য সরকারের কাছে তিনদিন ছুটির আবেদন করছি এবং সমস্ত বঙ্গবাসীর কাছে এই দাবি তুলে ধরার আবেদন করছি।” ভূমি এই দাবির স্বপক্ষে বেশ কিছু যুক্তি তুলে ধরেছে। যেমন –
১. বাংলা উত্তর – দক্ষিণে প্রায় ৭০০ কিমি এবং পূর্ব – পশ্চিমে প্রায় ২০০ কিমি বিস্তৃত। বাংলার মোট ক্ষেত্রফল ৮৮৭৫২ বর্গকিলোমিটার। এই বৃহৎ অঞ্চলে পাবলিক পরিবহন ব্যবস্থা উপলব্ধ করে দুটো দূরবর্তী স্থানে যাওয়া আসা করতে প্রায় এক দিন সময় অতিবাহিত হয়।
২. উত্তরবঙ্গ ও দূরবর্তী এলাকার ছাত্রছাত্রীদের বাংলার রাজধানী কলকাতায় থেকে পড়াশোনা করার ফলে তারা পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারে না।
৩. যারা নিজেদের গ্রামের বাড়ি থেকে শহরাঞ্চলের দূরবর্তী স্থানে চাকরি বা রুজি রোজগারের জন্য অবস্হান করেন তারা তাদের পরিবারের সাথে ঈদ পালন করতে পারেন না।
৪. ঈদ ইসলাম ধর্মাবলম্বী বাঙালীর বৃহত্তম ধর্মীয় উৎসব হবার সাথে সাথে বাংলার অন্যতম প্রাচীন সামাজিক উৎসব। ঈদের সার্বজনীন উৎসব হিসেবে গ্রহণযোগ্যতা বাড়ানো প্রয়োজন। এতে বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপনেও সদর্থক ভূমিকা নেওয়া যাবে।
৫. ঈদকে কেন্দ্র করে বিপুল অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির সুযোগ। যা বাংলার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।