বিশেষ প্রতিনিধি, কলকাতা: করোনা মোকাবিলায় লকডাউনের জেরে দেশজুড়ে বন্ধ হয়ে যায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। অনিশ্চয়তা দেখা দেয় প্রতিষ্ঠানগুলির পুনরায় চালু হওয়া। সেই অনিশ্চয়তা হয়তো কাটতে চলেছে এবার। মঙ্গলবার সেইরকমই ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী সেপ্টেম্বরে স্কুল-কলেজ খোলার বিষয়ে সরকার ভেবে দেখবে বলে জানিয়েছেন।
নবান্নে এদিন মুখ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে রাজ্যে করোনা সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাওয়ায় এখনই স্কুল-কলেজ খোলার কোনও প্রশ্নই নেই। তাছাড়া আগে থেকেই ৩১ অগাস্ট পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার বিষয়টি সরকার কর্তৃক ঠিক হয়েছিল।
শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার বিষয়ে সরকার প্রাথমিক পরিকল্পনা করেছে বলেও জানান তিনি। বর্তমানের তুলনায় করোনা পরিস্থিতির উন্নতি হলেই আগামী ৫ সেপ্টেম্বর সর্বপল্লি রাধাকৃষ্ণনের জন্মদিন অর্থাৎ শিক্ষক দিবস থেকেই পুনরায় পঠনপাঠন চালু হতে পারে প্রতিষ্ঠানগুলিতে।
তবে স্কুল খুলে গেলেও প্রতিদিনের পরিবর্তে একদিন পর একদিন স্কুলে যেতে হবে না পড়ুয়াদের। সেই হিসেবেই প্রতিটি ক্লাসে পঠনপাঠন হবে বলে জানানো হয়েছে। পুজোর ছুটি পর্যন্ত এইরকমই পঠনপাঠন চলবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে স্কুল-কলেজ চালু করার বাস্তবতা নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর।
উল্লেখ্য যে, করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গত মার্চ মাস থেকে পশ্চিমবঙ্গ সহ সমগ্র দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। সমস্যায় ভুগছে পড়ুয়ারাও।