নিউজপিডিয়া ডেস্কঃ আগামীকাল, রবিবার হলদিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হলদিয়ায় এসে একাধিক প্রকল্পের উদ্বোধন ও প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। এর অনুষ্ঠানেই নিমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। তবে আজ নবান্ন সূত্রে জানা গেছে, তিনি কাল যাচ্ছেন না হলদিয়ায় প্রধানমন্ত্রী অনুষ্ঠানে। তবে কী কারণে তা সম্পর্কে কিছু জানানো হয়নি। এর আগে শেষবার মোদি-মমতাকে দেখা গিয়েছিল নেতাজির ১২৫ তম জন্মদিনে ভিক্টোরিয়ায়।
রবিবারের এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী অর্থাৎ অভিনেতা দেব। তিনিও জানিয়ে দিয়েছেন বিশেষ কারণে সে আসতে পারবেন না। এছাড়াও আমন্ত্রিত এদিন আমন্ত্রিত থাকছেন শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী। অসুস্থতার কারণে শিশির অধিকারীও অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না বলে জানিয়েছেন।