বিশেষ সংবাদদাতা: করোনার প্রকোপে বাংলা বেশ সঙ্কটে দিন কাটাচ্ছে এমন সময় আম্ফান আরো ক্ষয়ক্ষতি বাড়িয়ে দিল। তবে বাংলার এই সঙ্কট কালে মুখ্যমন্ত্রী রাজ্যের পাশে চাইছেন কেন্দ্রকে। পশ্চিমবঙ্গ জুড়ে দুপুর থেকে রাত ৮ টা পর্যন্ত চলে আম্ফানের তাণ্ডবলীলা। তবে সারারাত ধরে চলবে এর প্রভাব। এতে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। এই কোটি কোটি টাকার সারাই করতে কেন্দ্রের কাছে সাহায্য চান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কেন্দ্রকে আবেদন, এখন রাজনীতি নয়।” তিনি জানিয়েছেন, “মানবিক কারনে সাহায্য চাইছি।”
এছাড়া তিনি আবেদন রাখেন যাতে কেউ ত্রাণ শিবির ছেড়ে না যায়। তিনি বলেন, “অধিকাংশ জায়গায় বিদ্যুৎ নেই। আমরা ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে আছি।”