
দ্য থার্ড আই ডেস্ক : সর্বদলীয় বৈঠকে মাস্ক পরে অতিরিক্ত সর্তকতার বার্তা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্স-এ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করছেন মোদী। বৈঠকে লকডাউনের সময়সীমা ৩০শে এপ্রিল পর্যন্ত বাড়ানো হলো। এছাড়াও আরও অন্যান্য দিক আলোচনা করা হয়েছে। সেই বৈঠকে প্রধানমন্ত্রীকে মাস্ক পরতে দেখা যায়। এতদিন অবশ্য বিভিন্ন ভিডিও কনফারেন্সে তিনি মাস্ক পরতে দেখা যায়নি তবে এদিন বৈঠকে মুখে মাস্ক পরেই মিটিং সারলেন।
প্রধানমন্ত্রীর পাশাপাশি এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও মাস্ক পরে রয়েছেন। মাস্ক পরে নবান্ন থেকে ভিডিয়ো কনফারেন্সে রয়েছেন মমতাও। বৈঠকে মোদী বলেন, ‘আমি সবসময় আছি। যে কোনও মুখ্যমন্ত্রী আমার সঙ্গে কথা বলতে পারেন।