নিউজপিডিয়া ডেস্ক: জলই জীবন, সেই জল যদি হয় নিরাপদ। তেলেঙ্গানা সরকার রাজ্যের প্রতিটি ঘরে ঘরে নিরাপদ পানীয় জল পৌঁছে দিতে তৎপর। এই কর্মসূচি বাস্তবায়িত হবে ‘মিশন ভাগীরথ’ পরিকল্পনার আওতায়। প্রতিটি ঘরে নিরাপদ পানীয় জল সরবরাহে তেলঙ্গানা সরকারের পরিকল্পনাটির প্রশংসা করেছে জাতীয় জল জীবন মিশনের পরিচালক মনোজ কুমার সাহু।
তেলঙ্গানা সরকারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনজেজেএম-এর পরিচালক জল সরবরাহের সময় প্রবাহ নিয়ন্ত্রণ ভালভ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। যা সমস্ত রাজ্যে একটি বিশেষ বার্তা প্রেরণ করতে সক্ষম হয়েছে জল অপচয়ের বিরুদ্ধে।
জাতীয় জল জীবন মিশনের পরিচালক মনোজ কুমার সাহু এই পদ্ধতিটি ব্যবহার করে রাজ্যের পরিবারগুলিকে জলের অপচয় কমাতে এবং প্রয়োজনীয় পরিমাণে জল সরবরাহ করার ক্ষেত্রে তেলঙ্গানা সরকারের উদ্যোগের বিশেষ প্রশংসা করেন।
তিনি অন্যান্য রাজ্য সরকারগুলিকে তেলঙ্গানায় গৃহীত মডেল অনুসরণের জন্য আহ্বান জানিয়েছেন। প্রয়োজনে রাজ্যগুলোতে প্রযুক্তিগত দল পাঠানোর প্রতিও গুরুত্ব আরোপ করেন তিনি।