নিউজপিডিয়া বিনোদন ডেস্ক: না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় মারাঠি অভিনেতা আশুতোষ বাকরে। বুধবার মহারাষ্ট্রের বাড়িতেই আত্মহত্যা করেন ৩২ বছরের এই অভিনেতা। তবে, কেন আত্মহত্যা করলেন তিনি সে বিষয়ে কোনোকিছু জানা যায়নি। অভিনেতার পরিবারের তরফেও কাউকে দায়ি করা হয়নি।
পুলিশ সূত্রের খবর, বুধবার সাড়ে দশটা নাগাদ আশুতোষের মৃত্যুর খবর পাওয়া যায়। জানা যায়, বেশ কিছুদিন থেকে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। তবে এ বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিয়েছেন কি না, বা কোনোরকম ওষুধ নিচ্ছিলেন কি না সে সম্পর্কেও কিছু জানা যায়নি।
নিয়ম মেনে অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসন আশুতোষের বাবার সঙ্গে কথা বলেও আত্মহত্যার কুল-কিনারা ধরতে পারেননি। পাশাপাশি আশুতোষের স্ত্রী অভিনেত্রী ময়ূরী দেশমুখও এ প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।