নিউজপিডিয়া ডেস্ক: অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ পরিকাঠামোগত কারণে আটকে পড়েছে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সূত্রে জানা গিয়েছে, প্রথমে মন্দিরের জন্য যে পিলারগুলি তৈরি করা হয়েছিল সেগুলি মন্দিরের মূল ভিত্তির ওজন বহন করতে পারছিল না। তাই বিকল্প উপায় খোঁজার চেষ্টা চলছে। ট্রাস্টের প্রকল্প ব্যবস্থাপক, জগদীশ আফলে একটি জাতীয় স্তরের ইংরেজি সংবাদমাধ্যমকে এই খবর জানান।
আইআইটি রুরকি, এনআইটি, কেন্দ্রীয় বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (সিবিআরআই), এবং লারসেন অ্যান্ড টুব্রো (এলএন্ডটি) এবং টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স (টিসিই) এর মতো সংস্থাগুলির প্রযুক্তিবিদরা প্রস্তাবিত মন্দিরের গর্ভগৃহের পশ্চিম দিকে সরযূ নদীর জল প্রবাহের কারণে আলগা হয়ে যাওয়া মাটির কারণে কাজ শুরুতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন। এল অ্যান্ড টি ইতিমধ্যে মন্দিরের চূড়ান্ত নকশা তৈরি করেছে। নকশা অনুযায়ী, কংক্রিটের প্রায় ১২০০ পিলারের উপর মন্দিরের মূল ভিত্তি থাকবে। ১ মিটার ব্যাসের পিলারগুলি ২০ থেকে ৪০ মিটার গভীর হবে।
জগদীশ আফলে বলেন, ‘আমরা চাই, মন্দির এমনভাবে তৈরি করা হোক যাতে তা কয়েকশো বছর স্থায়ী হয়। এ ব্যাপারে বেশ কয়েকবার আলোচনা হয়েছে। মনে করা হচ্ছে, এই মাসের শেষের দিকে সব চূড়ান্ত করা সম্ভব হবে। এ বিষয়ে ট্রাস্টের সম্মতি মিলে কাজ শুরু করা হবে।
এদিকে তীর্থক্ষেত্রের বিস্তারের প্রয়োজনে তাদের জমি নেওয়া হতে পারে বলে অযোধ্যার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। তবে রাম মন্দির ট্রাস্ট সূত্রে জানানো হয়েছে, সরকার সব ভেবেই প্রয়োজনীয় জমি বরাদ্দ করেছে। তাই এতে সমস্যা হওয়ার কথা নয়।