নিজস্ব সংবাদদাতা: শনিবার সকালের দিকে হুগলীর চুঁচুড়ার তালডাঙায় শরীরে বিদ্যুতের তার জড়ানো অবস্থায় বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার হয়। মৃত দম্পতির একজন গঙ্গাধর দাস (৮০) এবং অপরজন জ্যোতি দাস (৭০)।
শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ প্রয়োজনের কারণে এক ব্যক্তি তাঁকে ডাকাডাকি করেন। তাতে সাড়া না মেলায় পাশের বাড়িতে তিনি বিষয়টি বলেন। পরে স্থানীয় ওই ব্যক্তির ডাকেও সাড়া না মেলায় দরজায় ধাক্কা দিয়ে দরজা খুলেন। তবে দরজাটি ভিতর থেকে বন্ধ ছিল না।
দরজা খুললে দুই জনের দেহ পড়ে থাকতে দেখেন। দেখা যায়, বৃদ্ধার পায়ে ও বৃদ্ধের হাতে বিদ্যুতের তার জড়ানো রয়েছে। তারটি সুইচ বোর্ডে গোঁজা।
স্থানীয়রা চুঁচুড়া থানায় খবর দিলে পুলিশ এসে তার ছাড়িয়ে দেহ দুটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে দেহ দুটি পাঠিয়ে দেয়। পুলিশ প্রাথমিক ভাবে এই ঘটনাকে আত্মহত্যা বলে মনে করছে।
স্থানীয়রা জানিয়েছেন, ইলেকট্রিকের কাজ করা গঙ্গাধর দাস ও তাঁর স্ত্রী প্রায় পঞ্চাশ বছর ধরে ওই বাড়িতে বাস করতেন। পরবর্তীতে সময়ের তালে তিনি বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মীর কাজও করেন। তবে ইদানিং বয়সের ভারে কোন কাজ করতে পারতেন না। দুই মেয়েরই বিয়ে হয়ে যাওয়ায় তারাও নিজের সংসারে ব্যস্ত ছিলেন। তবুও তারাই যথাসাধ্য বাবা-মাকে সহযোগিতা করতেন। সম্প্রতি লকডাউনের আগে একটি চপের দোকানে কাজ করতেন। তবে শেষ সময়ে বার্ধক্যজনিক অসুস্থতার কারণে তাঁদের বাইরে বিশেষ দেখা যেত না।
খবর পেয়ে তাঁদের মেয়ে, জামাইরা ঘটনাস্থলে ছুটে আসেন। হুগলি-চুঁচুড়া পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সৌমিত্র ঘোষও সেখানে হাজির হন।
বৃদ্ধ দম্পতির মেয়েরা বলেন, সম্প্রতি একটি নারকেল গাছ ভেঙে পড়া নিয়ে ভাইপোর সঙ্গে মনোমালিন্য হয়েছিল তাদের।