
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর : এক সদ্যজাতের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের লালগোলায়।
কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালের পিছনে পুকুর পাড়ে পড়ে থাকা এক সদ্যজাত দেখতে পায় কয়েকজন এলাকাবাসী। শিশুটিকে দেখতে সেখানে ভিড় করতে শুরু করেন গ্রামবাসীরা। থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে সদ্যজাতটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিসকেরা তাকে মৃত ঘোষণা করেন। কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে এনিয়ে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।