নিউজপিডিয়া ডেস্ক: শুক্রবার রাতে প্রয়াত হলেন কেন্দ্রীয় রেল মন্ত্রী পিয়ুস গোয়েলের মা চন্দ্রকান্তা গোয়েল। যিনি এক সময় বিজেপির নেত্রী ছিলেন। জানা গিয়েছে বৃদ্ধ বয়সজনিত কারনেই মারা গেছেন।
পিয়ুস গোয়েল এই খবরটি তার টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করে জানিয়েছেন। তিনি আরো জানিয়েছেন, তাঁর মা সারাজীবন মানুষের সেবা করে এসেছেন এবং অন্যকেউ একই কাজ করতে উত্সাহিত করেছেন।
জানা গিয়েছে চন্দ্র্কান্তা গোয়েল মুম্বাই এ জরুরি পরিষেবার সাথে যুক্ত ছিলেন। পরবর্তীতে মাতুঙা এসেম্ব্লি কনস্টিটুয়েন্সি থেকে বিজেপির হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তাঁর স্বামী প্রয়াত বেদ প্রকাশ গোয়েলও বিজেপির নেতা ও প্রাক্তন মন্ত্রী ছিলেন।