সৌভিক দত্ত, ময়নাগুড়ি: জাতীয় সড়কে টোটো চলাচল বন্ধে উদ্যোগ নিল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি পুলিশ প্রশাসন। এদিন ময়নাগুড়ি ট্রাফিক অফিসে টোটো ইউনিয়নের কিছু সদস্যদের নিয়ে এক বৈঠকে বসেন ময়নাগুড়ি ট্রাফিক ওসি ও হাইওয়ে ট্রাফিক ওসি। এদিন তারা সিদ্ধান্ত নেন জাতীয় সড়কে কোনোভাবেই টোটো চলাচল করতে পারবে না। আইন অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিনের এই বৈঠকে টোটো চালকেরা বলেন জাতীয় সড়ক দিয়ে চলাচল না করলে অনেক টোটো চালকের এই সমস্যায় পড়বেন। এছাড়াও যাত্রীদেরও সমস্যার মধ্যে পড়তে হবে। তারা বলেন খুব দ্রুত তারা ইউনিয়নের সদস্যদের নিয়ে বৈঠকে বসবেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নাগুড়িতে টোটোর কারণে জাতীয় সড়কে একের পর এক দুর্ঘটনা ঘটে গেছে। টোটো দুর্ঘটনায় অনেকেই মারা গেছে। সে কারণেই জাতীয় সড়কে টোটো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। শুক্রবার থেকে তারা বিশেষ অভিযান শুরু করবে বলে জানা গেছে।