নিজস্ব প্রতিনিধি, হুগলি: সোমবার করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন হুগলীর চন্দননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তা রায় (৩৮)। দমদম লিচুবাগানের বাসিন্দা ওই ম্যাজিস্ট্রেট গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। গত রবিবার তাঁকে শ্রীরামপুর শ্রমজীবী করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চন্দননগর মহকুমা শাসকের দফতরে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে কর্মরত ওই মহিলা সোমবার সকাল পৌনে ৯টা নাগাদ প্রাণ হারান। তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ চন্দননগর মহকুমা শাসকের দফতর।
জানা গেছে, ডানকুনিতে আসা পরিযায়ী শ্রমিকদের থাকা, খাওয়া ও রাখার যাবতীয় বন্দোবস্ত করেছিলেন ওই তরুণী ডেপুটি ম্যাজিস্ট্রেট। এমতাবস্থায় তিনি নিজেই করোনায় আক্রান্ত হয়ে পড়েন।
পরিবার সূত্রে জানা গেছে, বাড়িতে রইল স্বামী ও চার বছরের এক পুত্র সন্তান। কয়েকদিন আগে স্বামী-স্ত্রী উভয়েরই করোনা ধরা পড়লে তাঁরা ব্যারাকপুরে চিকিৎসা করাচ্ছিলেন। মাঝে তাঁকে বাঙ্গুরে ভর্তির চেষ্টা করা হলেও শারীরিক অবস্থার অবনতি হলে শেষে রবিবার শ্রীরামপুর শ্রমজীবী কোভিড হাসপাতালে ভর্তি করা হয়।
তাঁর মৃত্যুতে শোকাহত পরিবার থেকে সহকর্মী সকলেই। এ বিষয়ে জেলাশাসক বলেছেন, “একজন সহকর্মীকে হারিয়ে আমি মর্মাহত।”
অবুঝ শিশুর জন্য পরিবারের সকলেই মর্মাহত।
উল্লেখ্য যে, তিনি ২০১১ ব্যাচের ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) অফিসার ছিলেন। পুরুলিয়া ২ ব্লকের বিডিও থেকে পরবর্তীতে বদলি হয়ে চন্দননগর মহকুমায় যোগ দিয়েছিলেন