বুলবুল বাপ্পা, বাঁকুড়া: স্বাধীনতার উজ্জ্বল সূর্য দেখা দিতে শুরু করেছে যখন বিপ্লবী দেশবাসীর অক্লান্ত পরিশ্রমে ঠিক তখনই দেশ তথা বাংলার জ্ঞানের সঞ্চার ঘটাতে বর্তমান বাঁকুড়া জেলার ইন্দাস থানার রাজখামারে ২রা জানুয়ারী ১৯৪৬ সালে ৪৩ জন ছাত্রছাত্রী নিয়ে মাথা তুলতে শুরু করেছিল ইন্টার মিডিয়েট ইংলিশ স্কুল।
আজ, ৭৫ বছর আগে জন্ম নিয়ে মহিরুহ হয়ে ওঠা বিদ্যালয়টির হীরক জয়ন্তী অনুষ্ঠান ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে রাজখামার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের পতাকা উত্তলন ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শুরু হলো।

জানাগেছে, ততকালীন গোবিন্দপুরের সম্মানীয় জ্ঞান শংকর ঘোষ মহাশয় সহ অনেক বিশিষ্ট শিক্ষানুরাগী বহু কষ্টে ততকালীন সময়ে এই বিদ্যালয় কে গড়ে তুলেছিলেন। এলাকার মানুষের কাছ থেকে ধান – চাল আদায় সহ এই রকম অনেক ছোট ছোট সাহায্য নিয়ে তখন বিদ্যালয় টির শিক্ষক মহাশয়দের সামান্য মাসিক বেতন সহ বিদ্যালয় টির খরচ চালানো হতো। দেশ স্বাধীন হবার পর ১৯৪৮ সালে বিদ্যালয়টি সরকারি অনুমোদন পায় অষ্টম শ্রেণীর পঠনপাঠনের জন্য। পরে শিক্ষানুরাগীদের অক্লান্ত প্রচেষ্টায় ১৯৬৩ সালে নবম শ্রেণী ও পরবর্তীতে ১৯৬৫ সালে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অনুমোদন পায়। বর্তমানে বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ সহ ১৬০০ জন ছাত্রছাত্রী আছে।

আজ বিদ্যালয়ের জন্মদিন তথা দীর্ঘ ৭৫ বছর পার করে আসা হীরক জয়ন্তীর সূচনা করলেন বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক, প্রাক্তন শিক্ষক, পরিচালন সমিতির সদস্য তথা এলাকার মানুষ ও বিদ্যালয়ের সম্পদ বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা।
করোনার প্রভাব মুক্ত হলে আগামীদিনে হীরক জয়ন্তী বোর্ড গঠন করে এলাকার মানুষ ব্যাপকভাবে তাদের প্রিয় বিদ্যালয়ের শুভ হীরক জয়ন্তী পালন করার কথা জানিয়েছেন।