নিজস্ব সংবাদদাতা,মাথাভাঙা : রাস্তার বেহাল দশা হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে কোচবিহার জেলার মাথাভাঙ্গা মহকুমার জোড়পাটকি গ্রাম পঞ্চায়েতের দাসপাড়ার মানুষেরা। সারা বছর রাস্তার অবস্থা ঠিক থাকলেও বর্ষার আগমন হতেই দুর্বিষহ হয়ে ওঠে ধরলা নদী পর্যন্ত প্রসারিত ৫০০ মিটারের রাস্তাটি। যার দরুণ যাতায়াত করতে সমস্যায় পড়েন স্থানীয় মানুষেরা।
বাজার ও শহর থেকে এই গ্রামটি অনেকটা ভিতরে হওয়ায় হয়তো এই গ্রামের সমস্যাগুলি প্রশাসনিক কর্মকর্তাদের অগোচরে থেকে যায়। খুব প্রয়োজন না হলে কোনো প্রশাসনিক কর্মকর্তা বা শহরের মানুষেরাও এই গ্রাম পরিদর্শনে আসেন না। তাই কোচবিহারের মধ্যেই দাসপাড়া ভিন্ন এক দ্বীপে পরিণত হয়েছে।

মাথাভাঙ্গা এলাকার মহকুমা শাসক জিতিন যাদব জানিয়েছেন, “রাস্তা সংস্কারের জন্য খুব দ্রুত আমরা পদক্ষেপ নিচ্ছি। শীঘ্রই মহকুমার তরফ থেকে এলাকা পরিদর্শন করতে লোক পাঠানো হবে।” কিন্তু এখনও পর্যন্ত মহকুমা শাসকের আশ্বাসের কোনও সুফল নজরে পড়েনি। এদিকে, প্রতিনিয়তই রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়ছে।
অন্যদিকে, জোড়াপাটকি গ্রাম পঞ্চায়েতের প্রধান কমল অধিকারীও রাস্তাটি সংস্কার করার আশ্বাস দেন। কিন্তু তার তরফ থেকেও রাস্তাটি সংস্কার করার কোনো প্রচেষ্টা লক্ষ করা যায়নি বলে স্থানীয়দের দাবি।
এলাকার স্থানীয় বাসিন্দারা দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন।