নিজস্ব সংবাদদাতা, মালবাজার: হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ নাথ রায়ের রহস্যজনক ভাবে মৃত্যুর ঘটনাকে পরিকল্পিত হত্যাকান্ড বলে অভিহিত করে বিজেপি আজ সমগ্র উত্তরবঙ্গ জুড়ে ১২ঘন্টা বনধ এর ডাক দেয়। বিজেপির ডাকা এই বন্ধে মালবাজার মহকুমা এলাকার কিছু অংশে আংশিক প্রভাব দেখা গেছে। বন্ধের সমর্থনে পথে গ্রেপ্তার হয়েছেন বিজেপি কর্মীরা। অন্যদিকে বন্ধের বিরোধিতা করে পথে নামে শাসকদলের কর্মীরা।
এমনিতেই করোনা আবহে রাস্তায় যানবাহন চলছে কম, সাথে স্কুল, কলেজ, রেল বন্ধ রয়েছে। এই রকম পরিবেশে বিজেপির ডাকা ১২ ঘন্টার বনধ সেরকম সারা পড়েনি। মালবাজার শহরের হাটখোলা ও বাজার রোড কন্টেনমেন্ট জোনের আওতায় থাকায় সেই এলাকার দোকানপাট এমনিতেই ছিল বন্ধ। সমগ্র এলাকা ছিলো সুনসান। শহরের বাকি এলাকার জনজীবন স্বাভাবিক ছিল। দোকানপাঠ, অফিস সব খোলা ছিল। অটো, টোটো, সরকারি বাস সবই চলাচল করেছে। বেসরকারি বাস পথে নামেনি। সকালে বিজেপি কর্মীরা পথে নেমে মিছিল করে।
অপরদিকে মহকুমার ওদলাবাড়িতে দোকানপাট বেশির ভাগ বন্ধ ছিল। জাতীয় সড়ক অবরোধ করবার ফলে ১০ জন বিজেপি কর্মী গ্রেপ্তার হন। চালসায় ব্যাবসায়িক প্রতিষ্ঠান খোলা ছিল। যানবাহন চলাচল করেছে। মেটেলিতে বেশিরভাগ দোকান বন্ধ ছিল। নাগরাকাটায় আংশিক বনধ লক্ষ করা গেছে। তবে মাল মহকুমার চা বাগান গুলিতে অন্যান্য দিনের মতো স্বাভাবিক কাজকর্ম হয়েছে।
বিজেপির মালবাজার মন্ডল সভাপতি দেবাশীষ পাল জানান, বন্ধে মানুষ স্বতঃস্ফূর্ত সারা দিয়েছেন । আমাদের ৩৩ জন কর্মী গ্রেপ্তার হয়েছে।
তৃণমূল কংগ্রেসের মাল টাউন কমিটির আহ্বায়ক অমিত দে বলেন, এই অযৌক্তিক কর্মনাশা বনধ মানুষ প্রত্যাখ্যান করেছেন। চা বাগান, হাট, বাজার সব স্বাভাবিক ছিল। সাধারণ মানুষ বনধকে সর্বাগ্রে প্রত্যাখ্যান করেছে। সামগ্রিক ভাবে বনধে আংশিক প্রভাব পড়েছে মালবাজার মহকুমা এলাকার কিছু অংশে।