বিশেষ প্রতিনিধি: সুপার সাইক্লোন আম্ফান তার ক্ষমতা জাহির করেছে ইতিমধ্যে। ছারখার করে দিয়েছে দক্ষিণবঙ্গ। কয়েক হাজার ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুতের খুঁটি মাটির সঙ্গে একাকার করে দিয়ে এখন নিম্নচাপে পরিণত হয়েছে। মারা গেছে অন্তত ১২ জন। এতকিছুর পরেও স্বস্তিদায়ক কোন কিছুই নেই।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার দিনভর পশ্চিমবঙ্গে ঝড়, বৃষ্টি জারি থাকবে। তবে উত্তরবঙ্গে রাত থেকে ভারী বৃষ্টি শুরু হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিন ঝড়বৃষ্টি চললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তর-পূর্বে বাংলাদেশে সরে গিয়ে অতি গভীর নিম্নচাপরেখা সৃষ্টি করবে ঘূর্ণিঝড়টি। ঝড়টি শক্তি হারালেও বাতাসে উপস্থিত জলীয় বাষ্পের কারণে সারাদিনই বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। তবে শুক্রবার থেকে পরিষ্কার আকাশের সম্ভাবনার কথা শুনিয়েছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, উত্তর ও উত্তরপূর্ব দিকে সরে গিয়ে ৩ ঘণ্টায় অতিগভীর নিম্নচাপ এবং পরে আরও ছয় ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হবে সুপার সাইক্লোন আম্ফান।
অসম ও মেঘালয়ের পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “আম্ফানের ধ্বংসলীলায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।” তবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কয়েকদিন লাগবে।