মোশাররাফ চৌধুরী: সুপার সাইক্লোন আমফানের ধ্বংস যজ্ঞে পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ৮৬ জনের। হাজার হাজার মানুষ ঘরছাড়া। ঘরবাড়ি তাদের মাটির সঙ্গে মিলে গেছে। ওড়িশারও বেশ কিছু অঞ্চল আমফানে বিপর্যস্ত। প্রতিবেশী দেশ বাংলাদেশও ক্ষতিগ্রস্ত। ইউ কমিশনার ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট জানেজ লেনারসিক জানিয়েছেন, আমফানে ক্ষতিগ্রস্ত মানুষদের এবং যেসব স্বাস্থ্যকর্মী ও সমাজকর্মীরা করোনার মাঝেও কাজ করছেন, তাদের বাঁচাতে তারা তৎপর।
প্রাথমিকভাবে ভারতকে ৫ লক্ষ ইউরো ও বাংলাদেশকে ১১ লক্ষ ইউরো দেওয়ার কথা জানিয়েছে সংস্থা। লেনারসির বলেন, “দেশ দুটিতে যেভাবে মানুষ মারা গিয়েছেন তাতে তাঁরা দুঃখিত। সেখানকার মানুষগুলো যেভাবে দিন কাটাচ্ছে, তিনি তাতে কষ্ট অনুভব করছেন। করোনা সঙ্কটে সামাজিক দূরত্ব বজায় রাখার সময়েই এমন দুর্যোগ ঘটল।”
সংস্থার তরফে বলা হয়েছে, স্যাটেলাইট ম্যাপের সাহায্যে তারা বিপর্যয় বোঝার চেষ্টা করছেন। তবে ত্রাণ ও উদ্ধার কাজের তৎপরতাকে কুর্নিশ জানিয়েছেন ইউনিয়নের আধিকারিক।