
দ্য থার্ড আই ডেস্ক: করোনার জেরে এবার পিছিয়ে গেল রেলের গ্রুপ-ডি ও NTPC পদের নিয়োগ প্রক্রিয়া। চলতি বছরের জুন মাস থেকে এই দুই বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে প্রার্থী বাছাইয়ের অনলাইন সিবিটি টেস্ট শুরু হওয়ার কথা ছিল কিন্তু কোভিড-১৯ সংক্রমণের জন্য সারাদেশে লকডাউন চলছে ফলে আরও কয়েকমাস পিছিয়ে গেলো পরীক্ষা। কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সহ সারা দেশের প্রায় ১৭ টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড রেলে গ্রুপ-ডি ও NTPC এর জন্য প্রায় দেড় লাখ শূন্যপদের জন্য ২০১৯ সালে দরখাস্ত নেওয়া শুরু করে। রেলের এক উচ্চপদস্থ আধিকারিক জানান এই দুই বিভাগে দেড় লাখ শূন্যপদের জন্য সারা দেশ থেকে আড়াই কোটিরও বেশি আবেদনপত্র জমা পরে। বিশাল সংখ্যক এই পরীক্ষার্থী দের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে দেশের বেশ কয়েকটি সেন্টারে পরীক্ষা হওয়ার কথা ছিল জুন মাস থেকে এবং ২-৩ দিন ধরে চলত প্রথম পর্যায়ের প্রার্থী বাছাইয়ের অনলাইন টেস্ট। কিন্তু তা চলতি বছরের শেষে অর্থাৎ নভেম্বর বা ডিসেম্বর এ হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। প্রসঙ্গত, ২০১২ সালের কলকাতা রিক্রুটমেন্ট সেলের মাধ্যমে গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য যে পরীক্ষা হয়েছিল তাতে মামলাকৃত সফল প্রার্থীদেরও চাকরি দিতে হবে বলে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায় এর ডিভিশন বেঞ্চ।