নিউজপিডিয়া ডেস্ক: এলগার পরিষদ মামলায় জড়িত কবি ভারভরা রাও’র পরিবারের সদস্যরা জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হলেন তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে তথ্য জানতে। মুম্বাইয়ের যে হাসপাতালে কবির চিকিৎসা চলছে সেখানকার সঠিক তথ্য পেতেই পরিবারের আবেদন।
শুক্রবার দায়ের করা আবেদনে বলা হয়েছে যে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে তাঁর শারীরিক অবস্থা বা চিকিৎসা সম্পর্কে কোনও তথ্য দিতে অস্বীকার করা হয়েছে। এমন অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে। সেখানে উল্লেখ করা হয় যে, আমরা এই চিঠিটি লিখতে বাধ্য হচ্ছি, কারণ নানাবতী হাসপাতালে কবির অবস্থা বা চিকিৎসা সম্পর্কে কোনও তথ্য দিতে অস্বীকার করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ওই সময় কবিকে তালোজা জেল থেকে সেন্ট জর্জেস হাসপাতালে তারপর মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তখন কেবল কোভিড -১৯ এর তথ্য ছিল।
গত ১৩ জুলাই মানবাধিকার কমিশন জেল কর্তৃপক্ষকে জানিয়েছিল যে, তারা যেন কবির শারীরিক অবস্থার কথা তাঁর পরিবারকে সবসময় দিতে থাকেন। সেই আদেশের অবমাননার কথাও উল্লেখ করা হয়েছে পিটিশনে। কমিশন বলেছিল, কবির পরিবারকে তাঁর প্রতি ছয় ঘন্টা অন্তর তার স্বাস্থ্য এবং চিকিৎসা সম্পর্কিত তথ্যের আপডেট দেওয়ার জন্য।
৮০ বছর বয়সী কবির দেহে করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে ১৬ জুলাই। তারপর থেকেই তিনি মুম্বাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি প্রায় ২২ মাস কারাগারে রয়েছেন। সম্প্রতি করোনা পরিস্থিতি এবং তাঁর শারীরিক অবস্থার জন্য জামিনের আবেদনও করেছিলেন কবি।