নিউজপিডিয়া ডেস্ক: ছেলেকে দশম শ্রেণির পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে ৮৫ কিলোমিটার সাইকেল চালাতে হল। মধ্যপ্রদেশের ধর জেলার বাসিন্দা শোভরাম তার ছেলেকে নিয়ে প্রায় ৮৫ কিলোমিটার পথ সাইকেল চালিয়েছিলেন, যাতে তিনি নিশ্চিত হন যে রাজ্য সরকারের “রুখ জানা নাহী” প্রকল্পের আওতায় তার দশম শ্রেণির বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে।
ধর জেলার মানওয়ার তহসিলের বাসিন্দা ওই অভিভাবক জানিয়েছেন, লকডাউনের জেরে গণপরিবহন বন্ধ থাকায় তার আর কোন উপায় ছিল না।
তিনি আরও বলেন, ‘আমি চাই আমার ছেলে পড়াশোনা শেষ করে কিছু হয়ে উঠুক। লকডাউনে কোনও পাবলিক গাড়ি ছিল না। তাছাড়া আমার মোটরসাইকেলও নেই, তাই বাধ্য হয়ে আমাকে বাইসাইকেলে যাত্রা করতে হয়। তার পরীক্ষার জন্য (ফর্ম ইত্যাদি) মজদুরের কাজ করে আমি অর্থ সাশ্রয় করেছি। আমি একজন কৃষক হলেও বেশিরভাগ সময়ই দৈনিক মজুরির কাজ করে থাকি।’
শোভরামের ছেলে আশীষকে মঙ্গলবার গণিত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য সোমবার বিকেলে বাড়ি থেকে রওনা দিতে হয় তাদের। মন্ডভে তারা রাত কাটায় এবং নির্ধারিত সময়ের কয়েক মিনিট আগে ধরের ওই পরীক্ষা কেন্দ্রে পৌঁছায়। সেখানে থাকার কোন ব্যবস্থা না থাকায় তারা তিন দিনের খাবারও তাদের কাছে সংগ্রহে রেখেছিলেন। বুধবার আশীষ সামাজিক বিজ্ঞান পরীক্ষা দিয়েছে।
আশীষ জানিয়েছে, ‘বাস চলাচল না করায় আমি বাবার সাইকেলে পরীক্ষা কেন্দ্রে এসেছি। আমি গণিত ও সামাজিক বিজ্ঞানের পরীক্ষা দিয়েছি। আমি একজন বড় আধিকারিক হতে চাই। কিছু রাস্তা আমিও সাইকেল চালিয়েছি।’
ধর জেলা ম্যাজিস্ট্রেট অলোক সিং বলেন যে, কোনও কর্মকর্তার কাছে যোগাযোগ করলে লোকটি কিছুটা সাহায্য পেতে পারে।
ওই ম্যাজিস্ট্রেট আরও বলেন, প্রশাসন জেলা সদরকে পরীক্ষার কেন্দ্র হিসাবে গড়ে তুলেছে। ওই ব্যক্তি যদি তহসিলদার বা অন্য কোনও আধিকারিকের কাছে যোগাযোগ করে থাকলে তিনি কিছুটা সহায়তা পেতে পারতেন। যদিও অনেক গাড়ি চলাচল করছে বলে তিনি দাবি করেন।