সোমনাথ দত্ত, মালবাজার: জঙ্গলপথে হাতির হামলায় মৃত্যু হলো এক ব্যাক্তির, আহত হয়েছেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল ৫:৩০ মিনিট নাগাদ ধুপঝোড়া ও নাগরাকাটার মাঝে রাজ্য সড়কের ওপর। মৃত ব্যাক্তির নাম নিরঞ্জন বিশ্বাস(৫৫) ও গুরুতর ভাবে আহত মৃত ব্যাক্তির কন্যা সুমিত্রা বিশ্বাস (৩২)। মৃত ও আহত দুইজনই নাগরাকাটা ব্লকের লুকসান এলাকার শ্মশান পাড়ার বাসিন্দা। মর্মান্তিক এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জানা গেছে নিরঞ্জনবাবু ও তার কন্যা সুমিত্রা স্কুটি চালিয়ে মালবাজার মহকুমার ক্রান্তি থেকে লুকসানে তাদের বাড়ী ফিরছিলেন।

মুর্তি থেকে জঙ্গলের ভেতর দিয়ে রাজ্য সড়ক ধরে লুকসানে বাড়ী ফেরার পথে বনের রাস্তায় চন্দ্রচূড় টাওয়ারের কাছে মুর্তি সেতুর কিছু দূরে জঙ্গল থেকে এক হাতি বেরিয়ে তাদের রাস্তা আটকে দাঁড়ায়। নিরঞ্জন বাবু স্কুটি থামিয়ে দেন। এরপর বুনো দাঁতাল তাদের উপর হামলা করে। মেয়ে স্কুটি থেকে নেমে কোনক্রমে পালিয়ে প্রাণে বাঁচলেও হাতিটি নিরঞ্জনবাবুকে শুড়ে পেঁচিয়ে আছড়ে ফেলে। এই হামলায় নিরঞ্জনবাবুর ঘটনাস্থলেই মৃত্যু হয়। আর তার মেয়ে সুমিত্রা গুরুতর ভাবে আহত হন। ঘটনাটি ঘটার পরই বন বিভাগ সুমিত্রাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়। ঘটনা প্রসঙ্গে নাগরাকাটা পুলিশ সুত্রে জানা গেছে আহত সুমিত্রা বিশ্বাস এর হাসপাতালে চিকিৎসা চলছে।পুলিশ মৃত নিরঞ্জন বিশ্বাসের দেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।