
দি থার্ড আই ডেস্ক : মেয়ের কাঁধে বাবার মৃতদেহ এমন দৃশ্য সাধারণত চোখে পড়েনা। নভেল করোনা ভাইরাসের আতঙ্কে সেই অস্বাভাবিক দৃশ্য সম্প্রতি দেখা গেলো আলিগড়ে।
৪৫ বছর বয়সি সঞ্জয় কুমার পেশায় একজন চা বিক্রেতা ছিলেন। তিনি সাধারণত বেশকিছুদিন ধরে যক্ষা রোগে ভুগছিলেন। যক্ষায় আক্রান্ত হয়েই মারা যান তিনি। তবে করোনা ভাইরাসের আতঙ্ক আর সামাজিক দূরত্ব রক্ষার অজুহাতে তাঁর মৃত্যুর পর সৎকারের কাজে এগিয়ে আসেনি কোনো প্রতিবেশী, এমনকি কোনো আত্মীয় স্বজন। কেউ এগিয়ে না এলেও বাবাকে শেষকৃত্যে নিয়ে যাওয়ার জন্য নিরুপায় হয়ে এগিয়ে আসেন সেই মৃতব্যক্তির চার মেয়ে, শতকষ্ট বুকে চেপে রেখে বাবার মৃতদেহ তুলে নেয় কাঁধে করে। অনেক কষ্টে নিয়ে যায় শ্মশানে, পরে হাসপাতালের একজন কর্মী তাদের সাহায্য করেছিলেন শেষকৃত্যে।
মানুষ কতটা অমানবিক ও আতঙ্কিত হলে এমন কাজ করতে পারে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল করোনা ভাইরাস।