নিউজপিডিয়া ডেস্ক : ভারতের বড়ো ৫ টি স্বাস্থ্যকেন্দ্রে শুরু হতে চলেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের দ্বারা তৈরি করোনা টিকার চুড়ান্ত পর্যায়ের ট্রায়াল, মঙ্গলবার এমনটাই জানিয়েছে কেন্দ্রের বায়োটেকনোলজি বিভাগ।
সম্প্রতি ব্রিটিশ বিজ্ঞান বিষয়ক পত্রিকা ‘দি ল্যানসেট’এ প্রকাশিত হয়েছে অক্সফোর্ডের করোনা টিকার ফলাফল। প্রত্যাশিত ভাবেই করোনার বিরুদ্ধে দ্রুত প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হয়েছে এই টিকা! প্রায় ৯০ শতাংশ স্বেচ্ছাসেবকের দেহেই শক্তিশালী অ্যান্টিবডি এবং টি-সেল তৈরি করতে সক্ষম হয়েছে অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি প্রতিষেধকটি। ফলে ভারতও এই টিকার পরিক্ষামুলক প্রয়োগের তোরজোড় শুরু করে দিয়েছে বিশ্বের বৃহত্তম টিকা সংস্থা ভারতের সিরাম ইনস্টিটিউট। ইতিমধ্যেই কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা ডিসিজিআই এর কাছ থেকে মিলেছে ছাড়পত্রও।
সূত্রের খবর অনুযায়ী, ভারতের ৫ টি স্বাস্থ্যকেন্দ্রে আয়োজন করা হচ্ছে এই টিকার হিউম্যান ট্রায়াল।মোট ১০০০ জন স্বেচ্ছাসেবকের উপর এই টিকার পরিক্ষামুলক প্রয়োগ করা হবে।