জলপাইগুড়ি, ৩১ শে মে: দেশজুড়ে করোনা বহু পূর্বে থাবা ফেললেও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলাতে করোনার থাবা পড়েছে অনেক পরে। ১৪-ই মে জলপাইগুড়ির গড়ালবাড়ি এলাকা থেকে প্রথম করোনা পজিটিভ রোগীর খবর পাওয়া যায়। তিনি কলকাতা ফেরত একজন নার্সিং বিভাগের ছাত্রী।
তবে, কিছুদিনের মধ্যেই জলপাইগুড়িতে স্বস্ত্বির খবরও পাওয়া যায়। রবিবার জানা যায়, ওই করোনা রোগী সম্পূর্ণ সুস্থ। এমনকি স্বাস্থ্য বিভাগের তরফ থেকে তাকে বাড়ি যাওয়ারও অনুমতি দেওয়া হয়েছে।
স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, করোনা আক্রান্ত ওই তরুণীকে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়ার পূর্বে দুবার করোনা টেস্ট করা হয়। এবং দুবারই রিপোর্ট নেগেটিভ আসে। তারপরই জলপাইগুড়ির সারি হাসপাতাল থেকে তাকে বাড়ি যেতে দেওয়া হয়।
ওই তরুণী সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, গুজবে কান দেবেন না। আমি আক্রান্ত হওয়ার পর একাধিক স্থান থেকে আমাকে মৃত পর্যন্ত ঘোষণা করা হয়েছিল। এমনকি আমার পরিবারকেও চাপের মুখে পড়তে হয়েছিল। তবে সাধারণ জ্বর, কাশি নিয়ে আমার কখনও মনেই হয়নি আমি করোনা আক্রান্ত।