বিশেষ সংবাদদাতা : দেশজুড়ে করোনা সংক্রমণের গ্রাফ ক্রমশই উর্দ্ধমুখী। পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও। সরকারি তরফে ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলাকে রেড জোন বলে ঘোষণা করা হয়েছে। তবে জলপাইগুড়ি জেলায় এর পূর্বে করোনা আক্রান্তের হদিস পাওয়া যায়নি।
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা ফেরত এক ছাত্রীর করোনা পজিটিভ এসেছে। ওই ছাত্রী জলপাইগুড়ির গড়ালবাড়ি এলাকার বাসিন্দা। কলকাতার বেসরকারী এক ইনস্টিটিউটে নার্সের ট্রেনিং করতেন ওই ছাত্রী।
স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গত ১১-ই মে জ্বর নিয়ে জলপাইগুড়িতে ফিরেছেন ওই ছাত্রী। ১৩-ই মে অবস্থার অবনতি হলে জলপাইগুড়ির সারি হাসপাতালে ভর্তি করা হয়। ১৪-ই মে উত্তরবঙ্গের মেডিক্যাল কলেজ ও হাসপাতালে লালা লালার নমুনা পাঠানো হয়। গতকাল সন্ধ্যায় ওই ছাত্রীর রিপোর্ট পজিটিভ আসে।
ওই ছাত্রীর পরিবারের সকল সদস্যকে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি ওই ছাত্রী কার কার সংস্পর্শে এসেছেন তাঁর খোঁজ চালানো হচ্ছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর।
জেলা প্রশাসন সূত্রে খবর, ওই ছাত্রীর বাড়িকে কনটেনমেন্ট জোন বলেও ঘোষণা করা হতে পারে।