নিজস্ব সংবাদদাতা, মালবাজার: মাল মহকুমা এলাকায় করোনা আক্রান্তের মৃত্যু হলো শিলিগুড়ি হিমাচল বিহারে অবস্থিত কোভিড হাসপাতালে। এর ফলে মাল শহরে আতঙ্ক ছড়ায়। আক্রান্ত মহিলার বাড়ি পৌরসভা এলাকার ১২নং ওয়ার্ড এর হাটখোলা এলাকায়। গত শনিবার মাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন থাকবার সময় কোভিড -১৯ টেস্ট ওনার পসিটিভ আসে। এরপরে ওই মহিলাকে জলপাইগুড়ি কোভিড হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। ওই মহিলার তীব্র শ্বাসকষ্ট ছিল। জলপাইগুড়ি কোভিড হাসপাতালে শারিরীক অবস্থার অবনতি হলে শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয়। চিকিৎসারত অবস্থায় ওই মহিলার মৃত্যু হয়।
এ প্রসঙ্গে মালবাজার মহকুমা শাসক বলেন, জেলা প্রশাসনিক আধিকারিকদের সাথে আলোচনা হয়েছে, স্থানীয় স্তরে আলোচনা চলছে এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মাল সুপার স্পেশালিটি হাসপাতাল সূত্রে জানা যায়, ওই মহিলার পরিবারের বাকি সদস্যদের আজ সকালে কোভিড টেস্টের জন্য লালা রস সংগ্রহ করা হয়েছে, মোট ২৫জন সদস্যের লালা রস সংগ্রহ করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। সাথে আরও ৫জনের লালা রস পাঠানো হয়েছে টেস্টের জন্য। এই মুহূর্তে মাল হাসপাতালে আরও ৭জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। মাল হাসপাতালে ট্রুনাট মেশিন বসানো হয়েছে যাতে দিনে সর্বাধিক ২০ জনের টেস্ট করা যায়।
এ প্রসঙ্গে ১২নং ওয়ার্ডের কো অর্ডিনেটর পুলিন গোলদার বলেন, আক্রান্ত মহিলার পার্শবর্তী এলাকা কনটেন্টমেন্ট করা হয়েছিল শনিবার বিকেলেই। সাধারণ মানুষ যাতে আতঙ্কিত না হন সেদিকে নজর রাখা হচ্ছে বলে জানান।
মাল পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান স্বপন সাহা বলেন, আক্রান্ত মহিলার বাড়ির এলাকা ও পার্শবর্তী এলাকার ওয়ার্ড গুলির কিছু অংশ সিল করার কথা ভাবা হয়েছে। পৌরসভার সমগ্র এলাকার মানুষকে আতঙ্কিত না হবার আবেদন রেখেছেন। এই নিয়ে মাল পৌর এলাকায় মোট ৮জন করোনা আক্রান্ত হন তারমধ্যে ৭জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।