নিজস্ব সংবাদদাতা,কোচবিহার: প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের রেজাল্ট। সংসদের পূর্ব ঘোষণা মতো প্রকাশিত হয়নি মেধা তালিকা। তবে মেধা তালিকা প্রকাশিত হলে রাজ্যর প্রথম চারজনের মধ্য তাঁর নাম অবশ্যই থাকত। সে কোচবিহার জেলারও সম্ভাব্য প্রথম কৃষ্টিধর পন্ডিত। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬।
কোচবিহার জেলার জেনকিন্স স্কুলের ছাত্র কৃষ্টিধর বড়ো হয়ে ইঞ্জিনিয়ার হতে চায়। তাঁর বাবা পেশায় ইঞ্জিনিয়ার আর মা স্বাস্থ্য কর্মী।
রেজাল্ট নিয়ে কৃষ্টিধর জানায়, ছোট থেকে বাবার বইপত্র ঘেঁটেই বড় হয়েছে জীবনের বড় আক্ষেপ যে এত ভালো ফল করেও মেধাতালিকা না থাকায় নাম নেই। না হলে রাজ্যর প্রথম চারজনের মধ্যেই নাম থাকত। এই আক্ষেপ সারাজীবন থাকবে।