নিউজপিডিয়া ডেস্ক: অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান সরকারী মালিকানাধীন পাবলিক সার্ভিস ব্রডকাস্টার দূরদর্শনে সরাসরি সম্প্রচারিত হবে ৫ই আগস্ট।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫আগস্ট বহুল প্রচারিত অনুষ্ঠানটিতে অংশ নেবেন। রাম মন্দির নির্মাণ মোদী এবং ভারতীয় জনতা পার্টির পক্ষে একটি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল।
ইন্ডিয়ান এক্সপ্রেস প্রসার ভারতীর নামবিহীন সূত্রের বরাত দিয়ে বলেছে যে “এই ইভেন্টটি প্রধানমন্ত্রীর অন্যান্য অনুষ্ঠানের মতোই কাভার করা হবে।”
গত বছর সুপ্রিম কোর্টের আদেশে মন্দিরটি নির্মাণের পথ সুগম হওয়ার পর থেকে প্রকল্পটির তদারকি করা ট্রাস্ট ‘জয় শ্রী রাম জন্মনভূমি তীর্থ ক্ষেত্র’ টুইট করে জানিয়েছে যে এই অনুষ্ঠানটি আরও বেশ কয়েকটি চ্যানেলে সরাসরি প্রদর্শিত হবে।