নিজস্ব সংবাদদাতা, মালবাজার: উত্তরবঙ্গের চা বলয়ের সোনালি দিন আবারও ফিরছে। ছয়টি বন্ধ চা বাগান শীঘ্রই খুলতে চলেছে। বৃহস্পতিবার মালবাজার মহকুমার মেটেলি ব্লকের কিলকোট এবং নাগেশ্বরী চা বাগান পরিদর্শনে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছে বললেন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না। বৃহস্পতিবার দুই চা বাগান কর্তৃপক্ষ এবং শ্রমিকদের সাথে কথা বলেন তিনি। আদিবাসী রীতিনীতি মেনে দুই চা বাগানের শ্রমিকরা রাজ্যের মন্ত্রী সহ অন্যান্য অতিথিদের বরণ করে নেন। শ্রমমন্ত্রী বেচারাম মান্না জানান, ” রাজ্য সরকার বন্ধ সমস্ত চা বাগান খুলতে প্রস্তুত। চা বাগানের শ্রমিক ও তাদের পরিবারের উন্নয়নে সার্বিকভাবেই বিভিন্ন পদক্ষেপ করা হচ্ছে। সাথে সামাজিক উন্নয়নকল্পে বিভিন্ন পরিকল্পনা করা হয়েছে “।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বুলু চিকবরাইক, আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শ্রমদপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি বরুণ রায়, শ্রম কমিশনার জাবেদ আখতার, শ্রমিক নেতা রাজেশ লাকড়া সহ অন্যান্য নেতৃত্ব। ডুয়ার্সের দুটি চা বাগানেই এদিন শ্রমিকদের সামনে জনগণের জন্য রাজ্য সরকারের নানান কর্মমুখী কাজের খতিয়ান তুলে ধরা হয়।