রুহুল আমিন, হরিশচন্দ্রপুর: মশালদাহ গণপত্র রায় উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল দুয়ারে সরকার ক্যাম্প। বুধবার ক্যাম্পে উপস্থিত ছিলেন দুই নম্বর ব্লকের শিক্ষা কর্মধক্ষ মাননীয় মনিরুল আলম সাহেব, অঞ্চল প্রধান লিলুফার ইয়াসমিন উপপ্রধান তথা বর্ষীয়ান তৃণমূল নেতা মহম্মদ ইসমাইল, এছাড়াও প্রধানের স্বামী আবু সুফিয়ান।
জনগণের সেবায় নিয়োজিত ফর্ম ফিলাপ থেকে শুরু করে মানুষকে সঠিক তথ্য দেওয়ার কাজে তদারকি করেন হরিশ্চন্দ্রপুর-২ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মধক্ষ মাননীয় মনিরুল আলম, একই কাজে নিয়োজিত ছিলেন উক্ত গ্রাম পঞ্চয়েতের প্রধান মাননীয়া লিলুফার ইয়াসমিন সাহেবা, উপ প্রধান মোহাঃ ইসমাইল।