
দ্য থার্ড আই ডেস্ক: করোনা মহামারি সঙ্কটকালীন সময়ে গুরুদায়িত্ব পালন করছেন দেশের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। তবে কোভিড-১৯ মোকাবিলায় কোনও আগাম নোটিশ ছাড়াই কাজে যোগ না দেওয়ার অভিযোগে ৩৬২ জন সরকারি চিকিৎসককে শোকজ নোটিশ ধরালো বিহার সরকার। বিহার সরকারের পক্ষ থেকে এক কড়া নির্দেশিকায় বলা হয়েছে, মে মাস পর্যন্ত কেবলমাত্র মাতৃত্বকালীন ছুটি ছাড়া অন্য কোনও ধরনের ছুটি নিতে পারবেন না চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, প্যারামেডিকেল কর্মীরা।
রাজ্যের স্বাস্থ্য দপ্তর একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজ্যের ৩৭ টি জেলায় ৩১ শে মার্চ থেকে ১২ ই এপ্রিল পর্যন্ত এই চিকিৎসকরা ছুটিতে ছিলেন।
তবে জাতীয় স্তরে বিভিন্ন জায়গায় চিকিৎসক, স্বাস্থ্য কর্মীদের আক্রমণের মুখেও পড়তে হয়েছে। যখন বিহারে করোনা আক্রান্তের সংখ্যা একশোরও কম ছিল তখন একই দিনে অন্তত চারটি স্বাস্থ্যকর্মীদের হামলার ঘটনা ঘটে।
অভিযুক্ত চিকিৎসকদের সকলেই করোনা ভাইরাসের চিকিৎসা করছিলেন তা নয়। তবে মহামারি সঙ্কটকালীন সময়ে গোটা দেশে চিকিৎসকরা বিভিন্ন ভাবে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ছেন। তবে ঠিক কি কারণে চিকিৎসকরা কাজে যোগ দেননি সেবিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।