সৌভিক দত্ত, ধূপগুড়ি: ধূপগুড়ি ব্লকের সাঁকোয়াঝোরা ২ নং গ্রামপঞ্চায়েতের অন্তর্গত বেশকিছু জায়গায় গজিয়ে উঠেছে বিষাক্ত পার্থমিয়াম। যা নিয়ে রীতিমতো চিন্তিত স্থানীয়রা। স্থানীয়দের দাবি দেখেও নিশ্চুপ প্রশাসন। গ্রামপঞ্চায়েতের অধীনে থাকা গ্রামের সড়কপথ সহ এশিয়ান হাইওয়ে সর্বত্রই রাস্তার দু-পাশে বিভিন্ন জায়গায় ছেয়ে গেছে পার্থেনিয়াম গাছে। গ্রামের ভেতর দিয়ে যাওয়া পথে রয়েছে প্রচুর বসতি। বিষাক্ত পার্থেনিয়ামে বিভিন্ন রকম রোগ ছড়াতে পারে বলে আশঙ্কায় আতঙ্কে পথচারি থেকে সাধারণ মানুষ। পূর্ব মল্লিক পাড়ার বাসিন্দা, লোকনাথ দত্ত জানান, দেখেও নিশ্চুপ প্রশাসন। গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় এবং ঠাকুরপাঠ থেকে শালবাড়ি যাওয়ার রাস্তার ‘দু’ধারে বেশ কিছু জায়গায় গজিয়ে উঠেছে এই বিষাক্ত পার্থেনিয়াম গাছ।
এ বিষয়ে সাঁকোয়াঝোরা ২ নং গ্রাম পঞ্চায়েত প্রধান স্বপ্না রায় জানান, লকডাউনের জেরে পার্থেনিয়াম নির্মূল করার কাজ করা যায়নি। এই পার্থেনিয়াম গাছ বিভিন্ন এলাকাজুড়ে রয়েছে। আগামী দিনে গ্রাম পঞ্চায়েত বৈঠকে পার্থেনিয়াম নির্মূল করার ব্যাপারে আলোচনা আছে। বিষয়টি আমাদের মাথায় আছে। আমরা খুব শীঘ্রই নির্মূলের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করব।